জাতীয়

মারা গেছেন আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী

প্রতিথযশা সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী মারা গেছেন। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান গণমাধ্যমকে জানান, বিনীতা চৌধুরী বেশ কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করতেন।

এদিকে আব্দুল গাফফার চৌধুরী নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া কিডনিজনিত রোগে ভুগছেন। মেয়ে বিনীতা চৌধুরী তার সঙ্গেই থাকতেন।

গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও এক ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button