রাজকূট

মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন। যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিবে সন্ত্রাস করবে, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই সন্ত্রাসীদের প্রতিহত করবে।

আজ বৃহস্পতিবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আরেক ধাপ এগিয়ে যাবে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে দেশ জাতির পিতার সোনার বাংলাদেশে পরিনত হবে।

মাদারীপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন, বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে চলবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমেই হয়, দেশের মানুষ তার হাতেই নিরাপদ মনে করে।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ দলীয় নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button