আন্তর্জাতিক

মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ৮০ শতাংশ ভোট গণনার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই)।

সোমবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে জানিয়েছে দলগুলো।

সিএনই প্রধান এলভিস আমোরোসো নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য সবপক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘‘ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।’’

কয়েক সপ্তাহের জোর প্রচারণা শেষ হয় গত শুক্রবার (২৬ জুলাই)। দুদিন পর রোববার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ১১ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য এই নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ ছিল। ১১ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। জয়ী হওয়ায় তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button