অপরাধ-আদালতবিনোদুনিয়া
মাদক মামলা স্থগিত চেয়ে পরীমণির আবেদন কার্যতালিকায়

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা চূড়ান্তভাবে স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই মামলাটি শুনানির জন্য রয়েছে।
এর আগে গত ৮ জুন এ আবেদনের শুনানি শুরু হয়। সেদিন এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আজকের দিন ঠিক করেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য তালিকায় রয়েছে।
আদালতে সেদিন পরীমণির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মনজুরুল হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট শাহীনুজ্জামান শাহীন ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সারোয়ার হোসেন বাপ্পি।