অপরাধ-আদালত

মাদক মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ হয়নি

বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিনেত্রী পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে আসামিপক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। তাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

এদিন পরীমনির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী৷ আর জামিনে থাকা মামলার অপর দু’আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির বড় খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দিয়েছেন৷

গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। এরপর ১ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন সাক্ষ্য দেন মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান। গত ১৯ জুলাই আসামিপক্ষ তাকে জেরা করেন। ওইদিন সন্তান সম্ভবা পরীমনিকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়।

আজ (বৃহস্পতিবার) তদন্ত কর্মকর্তা মজিবর রহমানকে পুনরায় জেরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ৪ সেপ্টেম্বর বাদীর জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Back to top button