সাহিত্য ও বিনোদন

মাদক চক্রের সঙ্গে জড়িত ২৫ তারকার নাম ফাঁস করলেন রিয়া

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুরে গ্রেফতার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাঠানো হলে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে বলিউডের কমপক্ষে ২৫ জন তারকার নাম ফাঁস করেছেন তিনি। তারা সকলেই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানান এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সম্প্রতি জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলিউডের অনেক তারকাদের নাম বলেছেন। বলিউডের অনেক অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রিয়া।

সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মাদকের যোগান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। রিয়া চক্রবর্তীর দাবি ছিল, ‘কেদারনাথ’ ছবির সেটে নিয়মিত গাঁজা নিতেন সুশান্ত সিং রাজপুত।

জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button