বিনোদনসাহিত্য ও বিনোদন
মাতৃত্বের ৬ মাসে পরীমণি

ঢালিউডের আলোচিত দম্পত্তি রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য একে একে পার করলো ৬ মাস।
ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি।
তিনি লিখেছেন, আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।
বর্তমানে স্বামী শরীফুল রাজ আর ছোট্ট ছেলে রাজ্যকে নিয়ে সুখে সংসার করছেন। যদিও সম্প্রতি দাম্পত্যের টানাপোড়েনে ছিলেন আলোচনায়। তবে সব বিভেদ ভুলে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন এই দম্পতি।