ক্রীড়াঙ্গন

মাঠে নেমেই দুই বিশ্বরেকর্ড গড়লেন মেসি

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই দুই বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলা জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউসের পাশে বসেছেন। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মেসি ২৪টি ম্যাচ খেলেছেন। আজ ম্যাথিউজের সমান ২৫তম ম্যাচ খেললেন তিনি।

এখানেই শেষ নয়। বিশ্বকাপের সেমিফাইনালে চলে আসায় আরও একটা ম্যাচ খেলার নিশ্চয়তা আর্জেন্টিনা পেয়েই গেছে। জিতলে তো কথাই নেই, হারলেও মেসিরা খেলবেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ফলে রেকর্ডটা এককভাবে নিজের করে নেয়ার সুযোগও থাকছে তার সামনে।

মাঠে নেমে মেসি আরও একটা রেকর্ড ভেঙে ফেলেছেন। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন তিনি।

অধিনায়ক হিসেবে ১৮ ম্যাচ খেলে মেসি ভাগ বসিয়েছিলেন মেক্সিকান রাফা মার্কেজের রেকর্ডে। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন মেসি। অধিনায়ক হিসেবে মেসির এখন ম্যাচ সংখ্যা ১৯টি।

মেসির সামনে আছে আরও রেকর্ডার হাতছানি।

Related Articles

Leave a Reply

Back to top button