মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দ্রুত এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
হাইকোর্ট বলেন, ভুক্তভোগী শিশুটির ছবি প্রকাশ করে যারা আইন লঙ্ঘন করছেন, তারা অন্যায় করছেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব ছবি না সরালে পরবর্তী আদেশ দেওয়া হবে।
এ ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আদালত এ বিষয়ে আজকের মধ্যেই আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী।
এদিকে, রোববার সকালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, মাগুরায় আট বছরের এই শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে এবং পুলিশের হাতে চারজনই গ্রেফতার হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা প্রথম থেকেই সংকটাপন্ন ছিল। ঢামেকে চিকিৎসা চললেও অতিরিক্ত দর্শনার্থীদের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এসব বিবেচনায় তাকে সিএমএইচে পাঠানো হয়েছে।



