বিনোদুনিয়া
মাই বেডরুম ইজ প্রাইভেট : রাজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। স্বামী রাজের আচার-আচরণে একপ্রকার বাধ্য হয়ে তার বাসা ছেড়ে আলাদা হয়ে গেছেন পরী। কিন্তু এখনও বিচ্ছেদ হয়নি তাদের। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ। রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’
পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’
পরী তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া কেন জানাননি, এমন প্রশ্নে রাজের জবাব, ‘পরীর যা মন চায় করুক। আমি চুপচাপ আছি। এমন পরিস্থিতিতে আমার একা থাকা দরকার। আমি কোনো ভুল করিনি।’