আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে ২৫ যাত্রীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাস উল্টে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে ২৫ জন যাত্রী মারা গেছেন। গতকাল শুক্রবার গভীর রাতে বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আচমকা রাস্তায় উল্টে বাসটিতে আগুন লেগে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এ সময় বাসে চালকসহ মোট ৩৩ জন ছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি রাস্তার ধারে একটি পোলে গিয়ে ধাক্কা মারে। তারপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা বাস থেকে কোনোক্রমে আটজন যাত্রী প্রাণে বেঁচে বেরিয়ে আসেন। তবে ঘুমন্ত অবস্থায় থাকায় ২৫ যাত্রী পুড়ে মারা যান।
মৃত যাত্রীদের মধ্যে অনেকেই নাগপুর, ওয়ার্ধা এবং ইয়াভাতমলের বাসিন্দা ছিলেন। বাসটি ইয়াভাতমল থেকে পুনে যাচ্ছিল বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চত করে বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানান, বাসটি পুরোপুরি পুড়ে গেছে। সেই অবস্থায় কোনোভাবে বাস থেকে ২৫ জন যাত্রীর দেহ উদ্ধার করা গেছে। এ ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন। তাদের বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন বাসটির চালক। পুলিশকে তিনি জানান, বাসের টায়ার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে।
তবে দুর্ঘটনার আসল কারণ বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে। সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button