Leadবাংলাদেশ

মহামারী পেরিয়ে শিক্ষাঙ্গণের প্রথম দিন আজ

‘‘কলেজ জীবনের প্রথম ক্লাস অহনার । ১ম বর্ষ কেটেছে অনলাইনে। আমার মুখে শোনা কলেজের নানা গল্প তাকে এতদিন হতাশ করেছিলো না পাওয়ার কষ্টে। শুভ হোক আর অনেক আনন্দে ভরে ওঠুক সংক্ষিপ্ত কলেজের করিডোরের আড্ডার দিনগুলো ।‘’

এভাবেই নিজের সন্তানের স্কুল যাওয়ার প্রস্তুতি ফেসবুক পেজে তুলে ধরেছেন শাহনাজ শারমিন।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

আজ শুধু অহনাই নয়, অহনার মতো অনেক শিক্ষার্থীদের জন্য যেনো নতুন আরেকটি অধ্যায়।

করনা মহামারীর জন্য ১৭ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবার জন্যই তাই নতুন ক্লাস।

যে দৃশ্যটি অনেকদিন দেখা যায়নি, তা আজ আবার দেখা মিলেছে। কেউ যাচ্ছে নিজের চেনা-পরিচিত প্রাণের পাঠশালায় । দীর্ঘদিন পরে দেখা হবে পুরোনো সহপাঠিদের সাথে। কারো আবার কলেজ জীবনেরই এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

খুশি অভিভাবকরাও। নিজ সন্তানকে সঙ্গে নিয়ে তাই ছুটে যাচ্ছেন স্কুল করিডোরে। দীর্ঘদিন চার দেয়ালে বন্দি থাকা সন্তানদের উচ্ছ্বাস, মা বাবাকেও আবেগময় করে তুলেছে।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এ যেন পরম আনন্দের দিন আজ শিক্ষার্থীদের জন্য । করনা মহামারী আবারো এই উচ্ছ্বাসে যেনো বাধা হয়ে না দাঁড়ায়, সেই প্রত্যাশাই সবার।

Related Articles

Leave a Reply

Back to top button