বিনোদুনিয়া

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ার ‘পেয়ারার সুবাস

দুই বাংলার নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫ তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‌‘পেয়ারার সুবাস’।
মূল প্রতিযোগিতা বিভাগে মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের ছবি রয়েছে তালিকায়। বাংলাদেশের হয়ে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ‘পেয়ারার সুবাস’।
২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
ছবিটি নিয়ে এর আগে জয়া বলেছিলেন, ‘এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছেন। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে— সেটা দর্শক ভালো বলতে পারবেন।’
‘পেয়ারার সুবাস’নির্মাণ করেছেন নূরুল আলম আতিক। সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এই সিনেমার। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button