জাতীয়

মশা নিধন কার্যক্রমে দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে নাঃ তাজুল ইসলাম

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এসব কাজে দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।

৪ মার্চ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনামূলক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন ।

আগামী ছয় মাস পর্যন্ত মশক নিধন কার্যক্রম চালানোর মতো ঔষধ মজুদ রয়েছে জানান মন্ত্রী। এছাড়া, নিজ নিজ বাড়ীর আঙ্গিনায় পরিচ্ছন্ন রাখতে বাসার মালিকের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। রুপনগরের খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়েছেন তিনি।

এদিকে নবনির্বাচিত উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আগের বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযুক্তিসম্পন্ন মেশিন দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button