খেলা

মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে ফিফা র‌্যাংকিকে দুই নম্বরে থাকা বেলজিয়াম, যা নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে দেশটিতে। খবর: আল জাজিরার।

জানা গেছে, কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন দাঙ্গাকারী একটি গাড়ি উল্টে অগ্নিসংযোগ করেছে। বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগিয়েছে। এ ছাড়া গাড়িতে ইট ছোড়ার ঘটনাও ঘটেছে।

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে এর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কিছু ভক্ত লাঠি হাতে তুলেছিলেন এবং এ সময় এক সাংবাদিক আতশবাজিতে আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ জনগণকে শহরের কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বেলজিয়াম। নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেললো কেভিন ডি ব্রুইনে-ইডেন হ্যাজার্ডরা। মরক্কোর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দলটি।

মূলত মরক্কোর অঘটনে স্তব্ধ বেলজিয়াম। অনেক ভক্ত বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি।

Related Articles

Leave a Reply

Back to top button