জাতীয়
মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
মরক্কোর ভূমিকম্পকে ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর আল জাজিরার।
শনিবার (৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি ভূমিকম্পে মৃতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সাথে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।
মরক্কোর মধ্যাঞ্চলে ভয়াবহু ভূমিকম্পের পর যতই সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এরই মধ্যে সেই সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০-তে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে।


