জেলার খবর

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নারীসহ নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদলধর এলাকার হিমালয় পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর-ময়মনসিংহ সড়কের কোদালধর এলাকায় ঢাকা থেকে আসা শেরপুরগামী ও শেরপুর থেকে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করেছে।

ওসি ওয়াজেদ আলী আরো বলেন, রেকার দিয়ে খাদে পড়া বাস দুটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। বাসের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

Leave a Reply

Back to top button