আন্তর্জাতিক

মমতার বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আগামী ৩০ সেপ্টেম্বর এ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর)  দলীয় প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করে বিজেপি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের ভবানীপুর উপ-নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিজেপির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। কারণ বিজেপির অনেক বড় নেতাই মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চাননি। যাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীও ছিলেন। তিনিও মমতার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হননি। অবশেষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই চূড়ান্ত করা হলো।

 

Related Articles

Leave a Reply

Back to top button