বিনোদনসাহিত্য ও বিনোদন

মমতাজকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা মমতাজকে এ শোকজ করেন।

নোটিশে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মমতাজ। প্রচারের জন্য নির্ধারিত সময়ের আগে হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে।

আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না তা জানাতে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ভোটের প্রচার চালাতে পারবেন তার আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার- প্রচারণা করা যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button