জাতীয়

মনোনয়নপত্র বাতিলে আরও যত্নবান হতে বললেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের আরো যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি যত্নসহকারে সঠিক শুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন রিটার্নিং কর্মকর্তাদের।

এর আগে সিইসি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন।

এদিকে এদিন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই সিটিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৬ মে। আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটির নির্বাচন হবে বলে কমিশন আগেই জানিয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই সিটি নির্বাচনে প্রার্থিতা বাছাই ১৮ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫ মে।

Related Articles

Leave a Reply

Back to top button