ক্রীড়াঙ্গন

জাহানারার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন, মঞ্জুরুল

বাংলাদেশের নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ক্রিকেটার জাহানারা আলম।একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

শুধু মঞ্জুরুল নয় জাহানারা আরও কয়েকজনের বিরুদ্ধে তার ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার কথা তুলে ধরেন।বিশেষ করে ২০২১ সাল থেকে পরের দের বছর পর্যন্ত ,সব ঘটনা বিসিবি ও নারী উইংয়ের উচ্চ পর্যায়ে জানিয়ে ও তিনি কোন সারা পাননি বলে জানান।

১৯৯৯ সাল থেকে ২০০৪ পর্যন্ত জাতীয় পুরূষ ক্রিকেটের দলের হয়ে ১৭ টি টেস্ট ও ৩৪ টি ওয়ানডে খেলেছেন মঞ্জুরুল। অবসরের পর সাবেক এই বাঁহাতি পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) অধীনে বিভিন্ন দলের অধীনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত নারী ক্রিকেটের নির্বাচকের দায়িত্বে ছিলেন।এক ই সময়ে বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই পেসার কাজ করছেন চিনে নারী ক্রিকেট দলের কোচ হিসেবে।আজ মুঠোফোনে তিনি এক সংবাদ মাধ্যম কে জানান, জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে তিনি জানিয়েছেন।

ইউটিউবে দেয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন, মঞ্জুরুল তার কাছে একান্ত নারী স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন ,যেটা সাধারণত দলের ফিজিও জানার কথা।

এ প্রসঙ্গে মঞ্জুরুল বলেন ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকা ফিজিও থেকে তিনি এসব তথ্য পেতেন। তবে কখনো কোন খেলোয়াড় কে এসব বিষয়ে প্রশ্ন করেন নি।

তার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনা হলো জানতে চাইলে তিনি বলেন ,এটা আমি জানি না। আমার মূল সমস্যা ছিল নিয়ম-কানুন ও আইনশৃঙ্খলা।এসব বিষয়ে আমি কঠোর ছিলাম। বাইরের কিছু খেলে ওদের ক্ষতি।এটা যদি খারাপ কাজ হয়,এটার জন্য যদি শাস্তি পেতে হয় আমার কোন সমস্যা নাই।

Related Articles

Leave a Reply

Back to top button