বাংলাদেশশিক্ষা-স্বাস্থ্য

মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ক্লাস

আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে (শ্রেণিকক্ষে) স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে।

সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এর আগে শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে তিনি জানান ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেছিলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দিয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button