আন্তর্জাতিক

ভয়াবহ রূপ নিলো করোনাভাইরাস

চীনে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২৪২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে । একদিনে রেকর্ড ২৪২ প্রাণহানির পর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩শ’ ৫৭ জনে। নতুন করে সংক্রমণের শিকার প্রায় ১৫ হাজার মানুষ। এ নিয়ে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কমিশন। অথচ একদিন আগেই প্রাদুর্ভাবের গতি ধীর হয়েছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার একদিনে রেকর্ড ১০৮ প্রাণহানির পর, গেল দু’দিন তা কিছুটা কম ছিল। একদিনে নতুন করে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যাও চার হাজার থেকে অর্ধেকে নেমেছিল চলতি সপ্তাহে।

জাপান সাগরে কোয়ারেন্টিনে থাকা ক্রুজ শিপ ‘ডায়মন্ড প্রিন্সেসে’ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। ভাইরাস আতঙ্কে বার্সেলোনায় বাতিল হয়েছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী- মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Back to top button