রাজকূট

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান

দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন তিনি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে।


তিনি বলেন, ‘দেশ-বিদেশে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের রাজনীতি। প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে দূরে সরে সাহস নিয়ে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষায় তরুণ-যুবকদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হওয়ার বিকল্প নেই। বিএনপি তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে।

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’

 

Related Articles

Leave a Reply

Back to top button