জাতীয়

ভোটে সাংবাদিকদের কাজে বাঁধা দিলে ৩ বছরের সাজার সুপারিশ

নির্বাচনে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা দিতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বিশেষ বিধান যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান।

আহসান হাবিব বলেন, আগামী সংসদ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে। আগামী নির্বাচনের আগে সব ভোট হবে ইভিএমে, ইউপি নির্বাচন ছাড়া ভোটে থাকবে সিসি ক্যামেরা।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বিষয়ে এক সভায় এ কথা বলেন তিনি।

ইসি বলেন, ৩০০ আসনের লক্ষ থাকলেও বাজেট ঘাটতি হলে আগামী সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। কমিশনের প্রতি আস্থা ফেরাতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।

কমিশন কিছু কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান বলেন, যেহেতু আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা ভোটকেন্দ্রে হাজির থেকে আপনারা সংবাদগুলো সঠিকভাবে সংগ্রহ করবেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে একটি নতুন সংযোজন করেছি।

তিনি আরো বলেন, আজকে অনুষ্ঠিত ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ২৬৫টি ভোটকক্ষে ৩৬৫টি সিসি ক্যামেরা রাখা হয়েছে। নির্বাচনে ১১টি বুথে অনিয়মের ঘটনা ঘটেছে। জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

আগামী সংসদ নির্বাচনেও সব কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়ার আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান।

Related Articles

Leave a Reply

Back to top button