ভিসা জটিলতা শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছাড়লেন তাসকিন-বিজয়

ভিসা জটিলতার কারণে এশিয়া কাপের ১৫তম আসরে দলের সঙ্গে গতকাল রওনা দিতে না পারলেও, আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তাসকিন-বিজয়।
এশিয়া কাপের ১৫তম আসরে অংশ নিতে এখন আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার এশিয়া কাপের উদ্দেশে, বাংলাদেশ দল রওনা করে সংযুক্ত আরব আমিরাতে। বিকেল ৫টার ফ্লাইট ধরে রাতেই পৌঁছে যায় সাকিব-মুশফিকরা। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি তাসকিন আহমেদ ও আনামুল হক বিজয়।
এর আগে, শেষ মুহূর্তে দলে যুক্ত হওয়া নাঈম শেখ সেন্ট লুসিয়া থেকে সরাসরি যোগ দেন দুবাইতে। দলের বাকি সদস্যরা, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা পৌঁছান মঙ্গলবার মধ্য রাতে।
আরব আমিরাতে আগামীকাল বিকেলে আইসিসি একাডেমিতে অনুশীলনে নামবে দল।
এরপর আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।