জাতীয়ফিচারবিনোদন

ভালোবাসায় বেঁচে থাকুক ভালোবাসা

আজ প্রিয়জনকে হৃদয়ের কথা বলার দিন। আপনজনকে ভালোবাসার দিন। কারণ আজ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালবাসা দিবস’। মানুষে মানুষে বন্ধুত্ব, মমতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নানা আয়োজনে ১৪ ফেব্রুয়ারী বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে।

যদিও ভালোবাসার নেই কোনো মূহুর্ত, ক্ষণ ও সময়। জীবনের প্রতিটি দিন-ই প্রিয়জনের জন্য ভালোবাসা থাকে সব সময়। তবুও বছরের একটি দিন, প্রিয়জনকে আরো একবার নতুন করে বলা, ভালোবাসি।


তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।

ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ভ্যালেনটাইনস ডে করা হয়।

আবার অনেকের মতে, ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে। নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে ওঠে। তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্যসৌন্দর্যবিলায়। তাই ভালোবাসার রঙে রঙিন হোক সবার প্রতিটি মুহূর্ত।

সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

 

নাজনীন আক্তার লাকী

স্টাফ রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

Related Articles

Leave a Reply

Back to top button