Leadক্রীড়াঙ্গন
ভারত-পাকিস্তাণের ক্রিকেটযুদ্ধ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তাণ দলের ক্রিকেটযুদ্ধ শুরু হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ খেলা।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের থেকে অনেক ব্যবধানে এগিয়ে ভারত। ১২টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯টিতেই, পাকিস্তানের জয় মাত্র ৩টি।
ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের দুটিই জিতেছে পাকিস্তান। এর মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছয়বারের চেষ্টায় ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় আনপ্রেডিক্টেবলরা। এশিয়া কাপে পায় আরও এক জয়।
আর তাই আরেকটি রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।