আন্তর্জাতিক

ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ২

ভারতের অরুণাচল প্রদেশের মান্ডালায় মহড়া চলাকালীন সময় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার(১৬ মার্চ) সকাল ৯ টার দিকে আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে বলে সেনার এক সূত্রে দাবি করা হয়।
অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, উড্ডয়নের পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান, একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন তারা।
সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়ত বলেন, ‘বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারটির। সকাল ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button