আন্তর্জাতিক

ভারতে রহস্যময় জ্বরে মারা যাচ্ছে শিশুরা

ভারতে ‘রহস্যজনক জ্বরে’ গত এক সপ্তাহে শিশুসহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটির উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বহু শিশুর সকালে ঘুম ভাঙছে তীব্র জ্বর নিয়ে। এছাড়া শরীর ঘামে ভিজে যাচ্ছে। অনেকেরই শরীরে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা এবং বমি বমি ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। অনেকেই আবার বলছেন, তাদের হাত এবং পায়ে র্যাশ দিয়ে ভরে যাচ্ছে।

মারা যাওয়া ব্যক্তিদের কারও শরীরেই করোনাভাইরাস ধরা পড়েনি।

রাজ্যের আগ্রা, মথুরা, মেইনপুরি, ইটাহ, কাসগঞ্জ এবং ফিরোজাবাদে এই জ্বরের প্রাদুর্ভাব ঘটেছে। এসব জেলার চিকিৎসকরা বলছেন, তাদের ধারণা আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু জ্বর। এটি মশাবাহিত একটি ভাইরাসজনিত জ্বর।

ফিরোজাবাদ জেলার সবচেয়ে সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতা কুলশ্রেষ্ঠ বলেছেন, রোগীদের মধ্যে বিশেষ করে শিশুরা খুব দ্রুত হাসপাতালে মারা যাচ্ছে। গত এক সপ্তাহে এই রাজ্যেই ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জনই আবার শিশু।

Related Articles

Leave a Reply

Back to top button