আন্তর্জাতিককরোনা

ভারতে বাড়ি বাড়ি গিয়ে এন্টিবডি পরীক্ষা করা হচ্ছে

করোনা সংক্রমণের প্রকোপ অনুমান করতে বাড়ি বাড়ি গিয়ে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

নির্দিষ্ট কয়েকটি জেলায় প্রায় ২৪ হাজার প্রাপ্ত বয়স্কের ওপর এই পরীক্ষা করা হচ্ছে।

আইসিএমআরের গবেষক তরুণ ভাটনগর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘নির্দিষ্ট পদ্ধতিতে দেশজুড়ে সংক্রমণের উপস্থিতি সন্ধানে প্রাপ্তবয়স্কদের একটি গৃহ-ভিত্তিক অনুসন্ধান। সংক্রমিত হওয়ার ১০-১৪ দিনের মাথায় ইমিওনোগ্লোবিউনিন অ্যান্টিবডি ক্ষরিত হয়। মূলত তার সন্ধানেই এই নমুনা সংগ্রহ করা হচ্ছে।’

ইমিওনোগ্লোবিউনিন জি বা আইজিজি হল কমন অ্যান্টিবডি যা শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে।

মূলত ৬৯ জেলায় এই ধরনের পরীক্ষা শুরু হয়েছে। ৪০০ বাড়িকে ১০টি ক্লাসটারে ভাগ করে এই পরীক্ষা করা হচ্ছে। এই পদ্ধতিতে ‘সেরো সার্ভে’ মানে চিহ্নিত করা হয়েছে। এই পরীক্ষার দ্বারা কেই করোনা আক্রান্ত পজেটিভ তা যেমন ধরা পড়বে, তেমনই অ্যান্টিবড়ি টেস্টের পারদর্শিতাও বোঝা যাবে।

ভারতে এ পর্যন্ত ৭৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২৫ হাজার। মারা গেছেন আড়াই হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button