আন্তর্জাতিক

ভারতে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ

নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করতে যাচ্ছে ভারত। আর এ নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের কাজ পেয়েছে দেশটির সবচেয়ে বড় ব্যবসায়ী গোষ্ঠী টাটা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নতুন পার্লামেন্ট ভবন নির্মাণকাজে জন্য ব্যয় হবে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯২ কোটি ৮৪ লাখ টাকা। রাজধানী নয়াদিল্লিতে বর্তমান পার্লামেন্ট ভবনের স্থানেই ত্রিভুজ আকৃতির নতুন এ ভবন নির্মাণ করা হবে। যার নির্মাণকাজ ২০২২ সালে নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ওই বছর স্বাধীনতা লাভের ৭৫তম বার্ষিকী উদযাপন করবে ভারত।

সমালোচকেরা বলছেন, নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ না করে সেই অর্থ করোনা ভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে ব্যয় করা উচিত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের হিসাবে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button