বিনোদনসাহিত্য ও বিনোদন

জ্যাকুলিনের ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত!

বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বহুল আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলার তদন্তের জন্যই তা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়ে ইডি। এই সম্পদের মধ্যে রয়েছে ৭ কোটি ১২ লাখ রুপি স্থায়ী আমানত।

ইডির দাবি, ২০০ কোটি টাকা চুরির পরেই সেখান থেকে ৫.৭১ কোটি টাকার সম্পদ জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন সুকেশ। তাছাড়াও জ্যাকলিনের পরিবারের জন্য ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার খরচ করেছেন সুকেশ। এর বাইরে দামি গাড়ি, ৯ লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন।

সেই সঙ্গে ইডি জানিয়েছে, সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এই নগদ অর্থও সংযুক্ত রয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Back to top button