ক্রীড়াঙ্গন

ভারতে খেলতে আসছেন রোনালদো!

ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রীতি ম্যাচ নয়। খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলার জন্য ভারতে আসতে পারেন সিআর সেভেন।

চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে সিআর সেভেনকে বাধ্য করতে পারবেন না আল নাসর কর্তৃপক্ষ। তবে রোনালদো খেলতে চাইলে ভারতে দেখা যেতে পারে তাকে। সেই সম্ভাবনার পথ খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর নামও নিবন্ধন করিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২জন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে আল নাসর। তাদের মধ্যে রয়েছেন সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।

সূচি অনুযায়ী, ঘরের মাঠে এফসি গোয়া ১৭ সেপ্টেম্বর খেলবে আল জাওরার বিপক্ষে। ১ অক্টোবর খেলতে হবে এফসি ইস্তিকললের বিরুদ্ধে। ২২ অক্টোবর প্রতিপক্ষ আল নাসর। এই ম্যাচেই ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারেন সিআর সেভেন।

Related Articles

Leave a Reply

Back to top button