জাতীয়

ভারতের সঙ্গে সীমিত পরিসরে চালু হবে ফ্লাইট

সীমিত পরিসরে ভারতের সঙ্গে চালু হবে ফ্লাইট। প্রাথমিক সপ্তাহে চারটি ফ্লাইট দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো নির্দিষ্ট দিন তারিখ চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘ভারত সীমিত আকারে ফ্লাইট চালু শুরুর প্রস্তাব দিয়েছিল, তা নিয়ে আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে সীমিত পরিসরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ভারতকে চিঠি দেব। ওই চিঠির বিষয়ে ভারত মতামত জানানোর পর ফ্লাইট চালু হবে। তবে প্রাথমিকভাবে সপ্তাহে চারটির মতো ফ্লাইট চলতে পারে।’

মাশফি বিনতে শামস বলেন, চিকিৎসাসহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে স্থলসীমান্ত বন্ধের সময় যেসব শর্তের আওতায় লোকজন যাতায়াতের সুযোগ পেয়েছেন, সীমিত পরিসরে আকাশপথে চলাচলের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button