জাতীয়

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে প্রনয় কুমার ভার্মা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রনয় কুমার ভার্মা বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। দোরাইস্বামী ইতোমধ্যে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button