আন্তর্জাতিক

ভারতের আগেই চাঁদে নামবে রুশ মহাকাশযান

ভারতের চন্দ্রযান-৩ এর প্রায় একমাস পরে চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে রাশিয়া। সে হিসেবে রুশ মহাকাশযান লুনা-২৫ এর আগে চন্দ্রপৃষ্ঠে নামার কথা চন্দ্রযান-৩ এর। কিন্তু এর আগে লুনা-২৫ চন্দ্রপৃষ্ঠে আগে নামবে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। তবে দুটি মহাকাশযানের ল্যান্ডিংয়ের সময় প্রায় এক হলেও কোনটিই কারো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
অবশ্য এ বিষয়ে ইসরো বলছে, লুনা-২৫ এর সঙ্গে চন্দ্রযান-৩ এর কারিগরি ও কাঠামোগত দিক থেকে বিস্তর ফারাক রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরোর এক বিজ্ঞানী জানিয়ছেন, দুই দেশের চন্দ্রাভিযানের লক্ষ্য, পদ্ধতি কিংবা পথেও পার্থক্য রয়েছে। যদিও দুই মহাকাশযানই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে, তবুও দুই অভিযানের মৌলিক পার্থক্য রয়েছে বলে দাবি তার।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ভস্টকনি উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় শুক্রবার মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মূলত চাঁদে মানব বসতি গড়ার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উপগ্রহটিতে পানির সন্ধান চলছে দীর্ঘদিন ধরেই। সেই দৌঁড়ে যোগ দিলো রাশিয়া। মহাকাশযান লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুতে পানির উৎসের সন্ধান করবে।

Related Articles

Leave a Reply

Back to top button