আন্তর্জাতিক

ভারতের অন্ধ্র প্রদেশে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৭

ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে ওই হোটেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায় ওই এলাকায়।

স্বর্ণ প্যালেস নামে ওই হোটেলটি রমেশ হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে ৩০ জন করোনা রোগী ছিলেন।

অন্যদিকে, এ মাসের শুরুতে গুজরাটের আহমেদাবাদের বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে আটজন করোনা রোগী নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button