ভারতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার !

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জাজনক হার হেরেছে ভারত। এরপর থেকেই গুঞ্জন উঠেছে বিশ্বকাপ ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের।লোকেশ রাহুল, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটার যারা ব্যর্থ হয়েছেন; তাদের ছাঁটাই করার দাবি উঠেছে অনেকের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র উদ্ধৃত করে এমন খবর জানিয়েছে সংবাদ সংস্থা ‘পিটিআই’।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একদম নতুন দল গড়া হবে।
সূত্র উল্লেখ করে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতীয় দলের হয়ে অশ্বিন এবং দিনেশ কার্তিক শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। যাদের বয়স ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় প্রায় ৪০ হয়ে যাবে।
নাম গোপন রাখার শর্তে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘বিসিসিআই কোনদিনও কাউকে অবসর নিতে বলে না। ওটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি যদি অবসর ঘোষণা করতে না চান, তবে করতে হবে না। আগামী বছর অধিকাংশ সিনিয়রকে টি-টোয়েন্টি খেলতে দেখব না আমরা।’