Leadজাতীয়

ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া সেনাবাহিনীর

বাংলাদেশের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত অঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার গুজব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১ জুন) এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানায়, ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ-এর প্রতিবেদন ‘বাংলাদেশ টু ডিকলেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন’ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের সংবাদ প্রকাশ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার লক্ষ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।’

সেনাবাহিনী আরও জানায়, প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে—বাংলাদেশ সেনাবাহিনী নাকি ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’—তা একেবারেই ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অপপ্রচার।

বিবৃতিতে এসব অভিযোগকে ‘একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, “এ ধরনের প্রমাণহীন, কল্পনাপ্রসূত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও বিভেদ উসকে দিতে চায়।”

সেনাবাহিনী তার অবস্থান পরিষ্কার করে জানায়, ‘বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আছে এবং থাকবে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।’

বিবৃতির শেষাংশে উল্লেখ করা হয়, ‘এ ধরনের বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ মাত্র।’

বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় দেশের জনগণকে আশ্বস্ত করে জানায়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ।

Related Articles

Leave a Reply

Back to top button