ক্রীড়াঙ্গন

ভারতকে ৫ রানে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল লিটন দাসের দল। বুধবার (৭ ডিসেম্বর) টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ।

ভারতকে ৫ রানে হারিয়ে দিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০তে এগিয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এর ফলে সিরিজও জিতে ফেললেন তারা। এবার যদি শেষ একদিনের ম্যাচেও ভারতকে তারা পরাজিত করতে পারে তাহলে দেশের মাটিতে একদিনের সিরিজে ভারতকে হোয়াইটওয়াস করে দেবে বাংলাদেশ। দেশের মাটিতে বাংলাদেশের খেলোয়াড়দের এই পারফর্মন্স্যাস দেখে উল্লাসে আত্নহারা বাংলাদেশের নাগরিকরা।

এর আগের ম্যাচেও ছিলো মেরাজের মুগ্ধকার পারফর্মন্স্যাস। এবারো মিরাজের মুগ্ধতায় ভরানো ইনিংসেই জয় পেলো টাইগার দল।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও জেতে ১ উইকেটের ব্যবধানে। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়ে গেল প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসের দলের।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আগের ম্যাচের উদ্বোধনী জুটিতে বদল আনে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গী হন এনামুল হক বিজয়।

মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান তিনি। চতুর্থ বলে স্লিপে বিজয়ের ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। হাতে চোট নিয়ে মাঠও ছাড়তে হয় তাকে। পঞ্চম বল অফ সাইড থেকে কিছুটা সুইং করে প্যাডে লাগে বিজয়ের। সিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলেও বাঁচতে পারেননি বিজয়। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

বাংলাদেশ পায় ২৭১ রানের সংগ্রহ।

জবাব দিতে নামা ভারতের হয়ে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া রোহিত শর্মার বদলে এদিন ইনিংস উদ্বোধনে আসেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। প্রথম বলেই চার হাঁকান কোহলি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এসে তাকে সাজঘরে ফেরত পাঠান এবাদত হোসেন।

৫৬ বলে ৫৬ রান করা অক্ষর ক্যাচ দেন সাকিব আল হাসানের হাতে। চোট পাওয়া রোহিত শর্মা ব্যাটিংয়ে নামেন ৯ নম্বর ব্যাটার হিসেবে। এবাদত হোসেন ৪৯তম ওভারে ক্যাচ ফেলে দেন।

এরপর টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে ফেলেন রোহিত। ৩ চার ও ৫ ছক্কায় ২৮ বলে ৫১ রান করলেও দলকে জেতাতে পারেননি ভারতীয় অধিনায়ক। তবে ম্যাচ নিয়ে যান শেষ বল অবধি।

 

Related Articles

Leave a Reply

Back to top button