আন্তর্জাতিক

ভারতকে ৫,৭০০ কোটি রূপি ঋণ দেবে চীনা ব্যাংক

ভারত এবং চীনের মধ্যে সীমান্ত নিয়ে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৭৫ কোটি ডলার বা প্রায় পাঁচ হাজার সাতশো কোটি রূপি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

এআইআইবি ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে সচল করতেই এই ঋণ দেওয়া হচ্ছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ সহায়তায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা, সামাজিক সুরক্ষার কাঠামো তৈরি এবং ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করা।

এর আগেও করোনা মহামারি মোকাবেলায় ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এআইআইবি ব্যাংক। তখন করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক মন্দা কাটাতে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলের ঘোষণা করেছিল এআইআইবি ব্যাংক।

ওই ঋণের উদ্দেশ্য ছিল সরকারি এবং বেসরকারি খাতকে করোনা মহামারি মোকাবেলায় সহায়তা করা।

Related Articles

Leave a Reply

Back to top button