করোনাজাতীয়

ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দিচ্ছে বাংলাদেশ

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন কিনতে ভারতকে অগ্রিম টাকা দিবে বাংলাদেশ সরকার। আগামীকাল রবিবার (৩ জানুয়ারি) দেশটির সেরাম ইন্সটিটিউটের ব্যাংক হিসাবে ছয়শ’ কোটি টাকার বেশি টাকা জামা দেয়া হবে। আর ফলে বাংলাদেশ সরকারকে একটি ব্যাংক গ্যারান্টি পত্র দেবে সেরাম ইন্সটিটিউট। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, অগ্রিম হিসেবে এই টাকা নিবে ভারতের বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। আর বাকি টাকা ভ্যাকসিন সরবরাহ শুরু করার পর দিতে হবে। করোনা ভ্যাকসিন ক্রয় চুক্তির ধারা অনুযায়ী সেরাম ইন্সটিটিউট আগামী জুনের মধ্যে ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ এই অগ্রিম টাকা ফেরত নেবে।

শনিবার (২ জানুয়ারি) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের সরকার। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চুক্তি করে।

Related Articles

Leave a Reply

Back to top button