ক্রীড়াঙ্গন
ভারতকে এবার হোয়াইটওয়াশ করা আমাদের টার্গেট : লিটন

সাত বছর পর আবারও ঘরের মাঠে সিরিজ জিতল টাইগার দল। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাঢাকার পর এবার চট্টগ্রামে শেষ ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো কোহলি-রোহিতদের হোয়াইটওয়াশের স্বাদ দিবে বাংলাদেশ।
টাইগারদের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে পরে ছিটকে যাওয়ায় নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ম্যাচ শেষে তাই লিটন বলছেন, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় লিটন বলেন, অধিনায়ক হিসেবে সিরিজ জয়, স্বপ্ন সত্যি হওয়ার মতো।
ম্যাচজয়ের নায়ক মিরাজ-মাহমুদউল্লাহক প্রশংসা করে অধিনায়ক বলেন, মিরপুরে ২৪০-এর মতো স্কোর যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আমরা শুরুতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে মিরাজ ও মাহমুদউল্লাহ অসাধারণ খেলেছে।
সিরিজের শেষ ম্যাচ আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর এবার চট্টগ্রামেও জিততে চান লিটন লিটন-সাকিবরা।