ভয়াবহ বায়ুদূষণ দিল্লিতে, ঢাকার অবস্থান দশম

ভয়াবহ হচ্ছে বিশ্বের শহরগুলোতে বায়ুদূষণ, এর মধ্যে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এ শহরগুলোর বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
আজ ২৭ শে মার্চ বৃহস্পতিবার সকালেও দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে অবস্থান করছে। ঢাকার বাতাসও আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির বায়ুমান স্কোর ছিল ২৯৭, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। একই সময়ে ঢাকা ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম স্থানে রয়েছে।
এছাড়া, নেপালের কাঠমান্ডু ২২০ স্কোর নিয়ে দ্বিতীয়, পাকিস্তানের লাহোর ১৮৭ স্কোর নিয়ে তৃতীয়, মিশরের কায়রো ১৭১ স্কোর নিয়ে চতুর্থ এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
বায়ুমান স্কোর সাধারণভাবে শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে গণ্য হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করতে এবং অন্যান্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।