জাতীয়

বড় দূর্নীতিবাজ ধরতে ব্যর্থ দুদক : টিআইবি; মামলায় ধীরগতি ও তদন্তে গাফেলতির অভিযোগ

দূর্নীতি দমন কমিশনের (দুদক) উপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে। তারা মনে করে দুদক ক্ষুদ্র দূর্নীতির ওপর বেশি মনোযোগী; বড় দূর্নীতিবাজ ধরার ক্ষেত্রে দুদকের দৃশ্যমান সাফল্য নেই। বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের ওপর একটি ফলো-আপ গবেষণায় এই পর্যবেক্ষণে বলা হয়, প্রশিক্ষণ ও বাজেট ঘাটতি থাকায় অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনায় দুদকের দক্ষতা ও পেশাদারিত্বের অভাব রয়েছে।

২০১৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোট ৩ বছরের সংশ্লিষ্ট তথ্য ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই সকল তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন চূড়ান্ত করে।

এতে আরো বলা হয়, বিভিন্ন দূর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানের ওপর প্রতিবেদন তৈরি করলেও তা থেকে উত্তরণের সুপারিশ দিলেও সেইসব প্রতিষ্ঠানের সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষমতা নেই দুদকের।

Related Articles

Leave a Reply

Back to top button