আন্তর্জাতিক

‘ব্লু টিক’ সেবা বন্ধ করল টুইটার

ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ির কারণে মাসিক আট মার্কিন ডলারের বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করেছে টুইটার। পাশাপাশি, কিছু অ্যাকাউন্টে ‘অফিসিয়াল’ ব্যাজও ফিরিয়ে এনেছে প্ল্যাটফর্মটি। অর্থাৎ, অর্থের বিনিময়ে যে কাউকে ব্লু টিক দেওয়ার ব্যবস্থাটি আপাতত বন্ধই করে দিয়েছে টুইটার।
জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে এর আগে ব্লু টিক কেবল রাজনীতিদ, বিখ্যাত ব্যক্তি, সাংবাদিকসহ অন্যান্য পাবলিক ফিগারদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই সীমাবদ্ধ ছিল। ফলে এই চিহ্নটি হয়ে উঠেছিল বিশ্বাসযোগ্যতার একটি প্রতীক। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।
মাত্র আট ডলার দিয়ে অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার সুবিধা থাকায় অনেক ভুয়া অ্যাকাউন্ট ব্লু টিক পেয়ে যায়। এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানো শুরু হয়। ফলে গত শুক্রবার এ সেবা বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ।
টুইটারের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক বিজ্ঞাপনদাতা এ প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধ রেখেছেন। এখন ব্লু টিক নিয়ে ভুয়া টুইট ছড়ানোর পর টুইটারের ওপর তাদের আস্থা আরও কমবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

Related Articles

Leave a Reply

Back to top button