
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। খবর: বিবিসি’র।
মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এ খবর জানায়।
এর আগে, রানির অসুস্থতা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস। তবে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, রানিকে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাকে। সেখানে সারাক্ষণ তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
রানি এলিজাবেথ শেষ সময়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। এখানে গ্রীষ্মকালীন সময় কাটাচ্ছিলেন তিনি। তার সঙ্গে তার বড় ছেলে ছিল। অসুস্থতার খবর শোনার পর অন্যরাও আসা শুরু করেন।
এ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। ব্রিটিনের ইতিহাসে দীর্ঘমেয়াদি রাজত্ব তারই। কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছিল গোটা দেশ।

