জাতীয়

ব্রাজিলে বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স: এএফপি

ব্রাজিলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধের নির্দেশ শনিবার থেকে কার্যকর হচ্ছে।

এর আগে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারপতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে এক্স বন্ধের নির্দেশ দেন।

বিচারপতি মোরেস তার নির্দেশে বলেছেন, আদালতের সকল আদেশ পালন না করা পর্যন্ত ব্রাজিলে এক্সের প্রবেশ স্থগিত থাকবে।

ওই সব আদেশের মধ্যে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি জরিমানা প্রদানসহ একজন স্থানীয় আইনি প্রতিনিধি নিয়োগ দেওয়ার বিষয় রয়েছে।

এদিকে এই নির্দেশের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মাস্ক বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস অন্যায়ভাবে সেন্সরশিপ আরোপের চেষ্টা করছেন।

তবে বিচারপতি মোরেস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে, ব্রাজিলের শীর্ষ তিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, তারা শুক্রবার মধ্যরাত থেকে এক্স বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button