খেলা

ব্রাজিলের নতুন কোচ রিয়াল বস আনচেলত্তি!

তারকাসমৃদ্ধ ব্রাজিলকে সামলাতে ব্রাজিলের নতুন কোচ এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। খবর: ইএসপিএন ব্রাজিল।

এর আগে, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং পর্তুগিজ হোসে মরিনহোর নাম স্থানীয় গণমাধ্যমে এলেও দুই পক্ষ থেকে নেতিবাচক উত্তর এসেছে বলে জানা গেছে।

ইউরোপের বিভিন্ন মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ঘুরছে এমন খবর-ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ইএসপিএনের সাংবাদিক ব্রুনো ভিকারির বরাতে ইংলিশ দৈনিক ডেইলি সান নিশ্চিত করেছে, ব্রাজিলের কোচ হতে রাজি আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শেষেই সেলেসাও ডেরায় যাবেন ৬৩ বর্ষী কোচ।

জানা গেছে, চলতি মৌসুমের শেষ দিকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। সেলেসাওদের নেতৃত্ব দিতে তাকেই যোগ্য মনে করছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। তাছাড়া ব্রাজিলের মিলিতাও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোদের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আনচেলত্তিই হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।

Related Articles

Leave a Reply

Back to top button